Monthly Archives: ডিসেম্বর 2014
আমার জন্মদিনের খতিয়ান!
১৯শে ডিসেম্বর তারিখে এই বসুন্ধরায় আমার আগমনের দিন। আমার বাবা-মায়ের কারণে আমি এই পৃথিবীর আলোর মুখ দেখেছি। অন্যান্য দিনগুলোর মতো এই দিনটিও শুরু হয় স্বাভাবিকভাবে। তবে বন্ধের দিন হওয়ায় একটু ব্যস্ততার মধ্যে ছিলাম আমার জন্মদিন উপলক্ষ্যে।
গতকাল অর্থাৎ ১৯শে ডিসেম্বর, শুক্রুবার দুপুরে খালা শ্বশুর বাড়িতে দাওয়াত ছিলো। দুপুর সাড়ে ১১টার দিকে রওনা হয়েছিলাম, পৌঁছেছিলাম আধা ঘন্টার মধ্যে। আমার সেই খালা শ্বাশুরী আবার আগে থেকেই আমার জন্মদিনের ব্যাপারটা জানতেন। আর সে কারণে উনার বাড়িতে আমাদের পরিবারকে দাওয়াত করা! Read the rest of this entry
Advertisements