ব্লগ আর্কাইভস

ক্লিওপেট্রা!

তৎকালীন মিশরের ইতিহাস খ্যাত টলেমি বংশের ছেলে সন্তানদের নামের শেষে ‘টলেমি’ এবং কন্যা সন্তানদের নামের শেষে ‘ক্লিওপেট্রা’ নামটি জুড়ে দেয়া হত। ইতিহাস বিখ্যাত যে ক্লিওপেট্রার নাম আমরা শুনেছি তিনি হলেন মিশর শাসনকারী টলেমি বংশের শেষ শাসক সপ্তম ক্লিওপেট্রা। দ্বাদশ টলেমির কন্যা ক্লিওপেট্রা ছিলেন খুব বুদ্ধিমতী, শিক্ষিতা এবং শিথিল নৈতিকতাসম্পন্ন নারী। তার জন্ম খ্রিষ্টপূর্ব ৬৯ সালে এবং মৃত্যু খ্রিষ্টপূর্ব ৩০ সালে।

মিশরীয় নিয়ম অনুযায়ী অষ্টাদশী ক্লিওপেট্রা তার ছোট ভাই ১০ বছর বয়সী ত্রয়োদশ টলেমিকে বিয়ে করে মিশরের রানী হন। কিন্তু তাদের দু’জনের মাঝে বিরোধ বিদ্যমান ছিল। খ্রিষ্টপূর্ব ৪৭ সালে রোমের সেনাপতি জুলিয়াস সিজার মিশরে আসলে এই বিরোধের নিষ্পত্তি ঘটে এবং সিজারের সাথে যুদ্ধে ত্রয়োদশ টলেমি মারা যান। ক্লিওপেট্রা পরিণত হন সিজারের প্রণয়িনীতে এবং সিজারের সাথে তিনি চলে যান রোমে। অবশ্য এ সময়ে তিনি নামে মাত্র বিয়ে করেছিলেন তার আরেক ছোট ভাই চতুর্দশ টলেমিকে। Read the rest of this entry